অত্র জনতা উচ্চ বিদ্যালয়টি টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার ৫নং বানাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গল্লী গ্রামে ১৯৭৩ সনে প্রতিষ্ঠিত হয়। এর জমির পরিমান ৩.৩২ একর, ছাত্রসংখ্যা ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী ৫৫৫ জন, শিক্ষক সংখ্যা ১০ জন, একজন অফিস সহকারী, ২ জন দপ্তরী ও একজন আয়া কর্মরত আছে। বিদ্যালয়ে একটি লাইব্রেরী আছে। তিনটি টিউবঅয়েল, দুইটি যুম্ম পায়খানা, দুইটি যুম্ম টয়লেট, একটি খেলার মাঠ আছে। ২টি একতালা দালান ও একটি টিনের ঘরে পাঠদান কর্মসূচী পরিচালিত হয়। প্রতিবছর বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ফুটবল খেলায় পরপর কয়েকবার উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। পাবলিক পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। বিদ্যালয়টি পাকা রাস্তার পার্শে অবস্থিত। এর পাশেই একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের সামনে একটি শহীদ মিনার আছে।
গল্লীগ্রামের শিক্ষানূরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় বিশিষ্ট জন, যেমন (১) মরহুম হাড়ান সিকদার (২) মরহুম মফিজ উদ্দিন সরকার (৩) মরহুম আবদুল বাসেত তালুকদার (৪) মোঃ আলী আকবর খান (৫) মীর আব্দুল আলীম (৬) মরহুম আব্দুল সামাদ তালুকদার (৭) মরহুম তুলা মিয়া এদের জমি দানে এবং আব্দুর রাশেদ খানের আর্থিক সহায়তায় ০১/০১/১৯৭৩ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথম অবস্থায় প্রায় ২০০ শিক্ষার্থী সহ ছোট ছোট টিনের ঘরে পাঠদান কর্মসূচী পরিচালিত হয়। অত্র বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন মরহুম আব্দুল মজিদ মল্লিক। বর্তমানে একতলা ২টি দালানের পাঁচটি কক্ষে এবং টিনের ঘরের ৪টি কক্ষে ৫৫৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় ব্যবস্থাপনা ও কৃষি বিভাগে পাঠদান চলে। বিদ্যালয়ে ১০ জন শিক্ষক পাঠদান করে থাকে। সর্বদা নিয়মিত ম্যানেজিং কমিটি কর্তৃক বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। পাবলিক পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক এবং খেলাধুলা সাংস্কিৃতিক অনুষ্ঠানে যথেষ্ট সূখ্যাতি রয়েছে।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
০১। | আলহাজ্ব জনাব দেলমোহাম্মদ খান | সভাপতি |
|
০২। | জনাব মোঃ মোয়ছের আলী খান | শিক্ষক প্রতিনিধি |
|
০৩। | বাবু প্রফুল্ল্য কুমার মন্ডল | শিক্ষক প্রতিনিধি |
|
০৪। | শূণ্য | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
|
০৫। | জনাব মোঃ মোশারফ হোসেন | অভিভাবক সদস্য |
|
০৬। | জনাব মোঃ আইয়ুব খান | অভিভাবক সদস্য |
|
০৭। | জনাব শহিদুর রহমান | অভিভাবক সদস্য |
|
০৮। | বাবু নিতাই চন্দ্র সরকার | অভিভাবক সদস্য |
|
০৯। | রোকেয়া বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
|
১০। | জনাব আঃ রাশেদ খান | প্রতিষ্ঠাতা সদস্য |
|
১১। | শূণ্য | দাতা সদস্য |
|
১২। | জনাব আঃ মতিন তালুকদার | কো-অপ্ট সদস্য |
|
১৩। | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
|
বিগত পাঁচ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
সন | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ সংখ্যা | শতকরা পাশের হার | মন্তব্য | |||
এস,এস,সি | জে,এস,সি | এস,এস,সি | জে,এস,সি | এস,এস,সি | জে,এস,সি | ||
২০০৭ | ৪৬ | - | ২৭ | - | ৫৯% | - |
|
২০০৮ | ৪৬ |
| ৩২ | - | ৭০% | - |
|
২০০৯ | ৪২ | - | ৩৩ | - | ৭৯% | - |
|
২০১০ | ৪৭ | ৮৭ | ৩৯ | ৮১ | ৮৩% | ৯২% |
|
২০১১ | ৭৭ | ১০৯ | ৬৭ | ১০৮ | ৮৭% | ৯৯% |
|
আরো ভাল ফলাফল অর্জন করা
janatahighschool.galli@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস