Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনতা উচ্চ বিদ্যালয় গল্লী

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

অত্র জনতা উচ্চ বিদ্যালয়টি টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার ৫নং বানাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গল্লী গ্রামে ১৯৭৩ সনে প্রতিষ্ঠিত হয়। এর জমির পরিমান ৩.৩২ একর, ছাত্রসংখ্যা ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী ৫৫৫ জন, শিক্ষক সংখ্যা ১০ জন, একজন অফিস সহকারী, ২ জন দপ্তরী ও একজন আয়া কর্মরত আছে। বিদ্যালয়ে একটি লাইব্রেরী আছে। তিনটি টিউবঅয়েল, দুইটি যুম্ম পায়খানা, দুইটি যুম্ম টয়লেট, একটি খেলার মাঠ আছে। ২টি একতালা দালান ও একটি টিনের ঘরে পাঠদান  কর্মসূচী পরিচালিত হয়। প্রতিবছর বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ফুটবল খেলায় পরপর কয়েকবার উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। পাবলিক পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। বিদ্যালয়টি পাকা রাস্তার পার্শে অবস্থিত। এর পাশেই একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের সামনে একটি শহীদ মিনার আছে।