মাদ্রাসাটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন ০৫ নং বানাইল ইউনিয়নের ভাবখন্ড নামক গ্রামে অবস্থিত। মাদ্রাসায় তিনটি টিনের ঘর আছে। প্রতিটি ঘরের মেঝে কাঁচা। তন্মধ্যে একটি ঘর ৩০ ফুট লম্বা, একটি ৭৫ ফুট ও অন্যটি ৯০ ফুট লম্বা। প্রাকৃতিক ও মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত। অত্র মাদ্রাসাটি মির্জাপুর উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার পশ্চিম-দÿÿণে অবস্থিত।
প্রশাসনিক বর্ণনা :
EIIN No : 114510
মাদ্রাসা কোড ঃ ১২৮৫৮
এমপিও কোড ঃ ৪২০৮১৩২১০১
পোস্ট কোড ঃ ১৯৪৪
উপজেলা কোড ঃ ৩৩৯
জেলা কোড ঃ ২৬
উপবৃত্তি কোড ঃ ১২৯৮৬৮
১৯৮৩ সালে এবতেদায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে এবতেদায়ী শাখা মঞ্জুরীপ্রাপ্ত হয়। ১৯৮৮ সাল থেকে নবম শ্রেণি পর্যমত্ম পাঠদান শুরম্ন করা হয় এবং ০১/০১/৯২ সালে নবম শ্রেণির পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। অতপর মাদরাসাটি সুনামের সাথে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ১৯৯৪ সালে দাখিল পাবলিক পরীক্ষায় ফলাফল ভাল করায় ০১/০১/১৯৯৫ সালে মাদরাসাটি প্রথম এমপিওভুক্ত হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
০১. | জনাব মোঃ শামসুল আলম খান | সভাপতি |
০২. | জনাব মোঃ মুসা মিঞা | সদস্য সচিব/সুপার |
০৩. | জনাব মোঃ মোকাদ্দেস আলী | প্রতিষ্ঠাতা সদস্য |
০৪. | জনাব মোঃ আকমল হোসেন খান | দাতা সদস্য |
০৫. | জনাব মোঃ আব্দুল কাইয়ুম | শিÿানুরাগী সদস্য |
০৬. | জনাব আলহাজ্ব মোশারফ হোসেন | অভিভাবক সদস্য |
০৭. | জনাব মোঃ শামীম কবির | অভিভাবক সদস্য |
০৮. | জনাব মোঃ আঃ রশিদ মিয়া | অভিভাবক সদস্য |
০৯. | জনাব মোঃ শামসুল হক | অভিভাবক সদস্য |
১০. | জনাবা সালমা হক | অভিভাবক সদস্য |
১১. | জনাব মোঃ নুরম্নল আলম খান | শিÿক প্রতিনিধি |
১২ | জনাব মোঃ মান্নান আলী খান | শিÿক প্রতিনিধি |
পরীÿার নাম | সন | অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা | উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর সংখ্যা | পাশের হার |
দাখিল | ২০০৭ | ১৭ | ০৫ | ২৯.৪১% |
দাখিল | ২০০৮ | ৩৮ | ২৯ | ৭৬.৩১% |
দাখিল | ২০০৯ | ৩৭ | ২৭ | ৭২.৯৭% |
দাখিল | ২০১০ | ৩৪ | ২৬ | ৭৬.৪৭% |
দাখিল | ২০১১ | ৪৩ | ৩১ | ৭২.০৯% |
উপবৃত্তি প্রাপ্ত শিÿার্থী জন।
এলাকাবাসীর অক্লামত্ম পরিশ্রমে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার ফলে প্রত্যমত্ম অঞ্চলের কোমলমতি শিশুরা ধর্মীয় শিÿায় শিÿÿত হয়ে ইহকাল ও পরকালের সঠিক জ্ঞানার্জন করা সম্ভব হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস